টার্মিনাল থেকে বাস চুরি, দেখা গেলো সিসি ক্যামেরায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

ময়মনসিংহ নগরীর পাটগুদাম বাস টার্মিনাল থেকে একটি বাস চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাসমালিক ও চালকদের মধ্যে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে টার্মিনাল থেকে বাসটি চুরি হয়ে যায় বলে জানিয়েছেন বাসের মালিক মোস্তাফিজুর রহমান (৩৬)।

তিনি বলেন, ‘আমার বাসের নাম সিয়াম এন্টারপ্রাইজ। ময়মনসিংহ টু ধোবাউড়া রোডে প্রতিদিন চলাচল করতো। গতকাল রাতে আমার ড্রাইভার গাড়ি টার্মিনালে রেখে বাসায় যায়। সকাল ৯টার দিকে টার্মিনালে গিয়ে বাস পাওয়া যায়নি। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পাই, রাত ৩টা ২২ মিনিটে শম্ভুগঞ্জ টোলপ্লাজা পার হচ্ছে। আমি এখন থানায় আছি।’

মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘বাসটা না পেলে আমাকে রাস্তায় বসতে হবে। এটি আমার পরিবারের অবলম্বন। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই যাতে আমি বাসটি ফিরে পাই।’

এ ঘটনার পর বাসমালিক ও চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবুজ মিয়া নামের একজন চালক বলেন, ‘আমরা টার্মিনালে বাস রেখে নিশ্চিন্তে বাড়ি যাই। এখান থেকে যদি বাস চুরি হয়ে যায় তাহলে আমরা কোথায় যাবো? বিষয়টি নিয়ে আমরা আতঙ্কিত।’

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, অভিযোগ করতে বাসমালিক থানায় এসেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঞ্জুরুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।