ফেনীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:০৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

ফেনীতে কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া পূর্বঘোষিত ২২ ফেব্রুয়ারির পরিবর্তে ২০ ফেব্রুয়ারি শুরু হবে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান।

তিনি জানান, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ অর্থাৎ শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের তারিখ পুলিশ সদর দপ্তর থেকে পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক বাছাইয়ের নতুন তারিখ ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। তবে, প্রথম ধাপে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা যথাক্রমে পূর্ব নির্ধারিত ১৬ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে।

ফেনীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

নিয়োগ প্রসঙ্গে পুলিশ সুপার আরও বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। আর্থিক লেনদেনের সঙ্গে কেউ জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।