বরিশালে দুটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

বরিশালে ড্রাম চিমনীযুক্ত দুটি ইটভাটার কিলন ও চিমনী ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি কাঁচা ইট ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে দুটি ইটভাটা থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহষ্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিনভর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্ব সদর উপজেলার চরকরনজি ও হিজলতলা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

jagonews24

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক এএইচএম রাসেদ বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী চরকরনজি এলাকার ড্রাম চিমনিযুক্ত মেসার্স আর এইচ বি ব্রিকসের প্রোপাইটর হারুণ অর রশিদকে তিন লাখ টাকা ও হিজলতলা এলাকার ড্রাম চিমনিযুক্ত মেসার্স দোলা ব্রিকসের প্রোপাইটর সঞ্জিব দাসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইটভাটার কিলন ও চিমনী ভেঙ্গে এবং কাঁচা ইট সম্পূর্ণ ধ্বংস করা হয়।

 

শাওন খান/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।