অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফিলিং স্টেশনের অপারেটর নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১১:২৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

ফেনীর দেবীপুরে সিএনজি অটোরিকশায় গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফিলিং স্টেশনের অপারেটর সাইদুল ইসলাম রনি (৩০) নিহত হয়েছেন। এ সময় সিএনজি চালক জাহিদ আলম (২৭) আহত হন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত রনির মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রনি ফেনীর ছাগলনাইয়ায় দক্ষিণ আঁধার মানিক গ্রামের নূর ইসলামের ছেলে। আহত জাহিদুল আলম সোনাগাজীর নবাবপুরের কবির আহাম্মদের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, দুই মাস আগেই রনির বিয়ে হয়। তারা আকস্মিক মৃত্যুতে হতবিহ্বল হয়ে পড়েছে পরিবার।

প্রাইম ফিলিং স্টেশনের ব্যবস্থাপক কুদরত উল্লাহ বাবু জানান, এটি একটি দুর্ঘটনা। আমাদের কোনো ভুলের কারণে এটি হয়নি। দুর্ঘটনা কবলিত সিএনজিটিও নতুন। এটি এখনো অন টেস্ট। এটির জন্য গাড়ি কর্তৃপক্ষ দায়ী।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রনির মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।