ফেনীতে বইমেলা আয়োজনের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

ফেনীতে বইমেলা আয়োজনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের মানববন্ধনে লেখক ও পাঠকরা অংশ নেন।

ফেনী পোয়েট সোসাইটির সভাপতি কবি মনজুর তাজিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি আসাদুজ্জামান দারা।

মানববন্ধনে পানচিনি সাহিত্য সভার সভাপতি কবি ও সাহিত্যিক অ্যাডভোকেট গাজী তারেক আজিজ, ফেনী সাহিত্য সভার আহ্বায়ক কবি ও গবেষক শাবিহ মাহমুদ, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি সমির উদ্দিন, দৈনিক সমকাল প্রতিনিধি জাকের হায়দার সুমন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি নুরুজ্জামান সুমন, খেলাঘর ফেনী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মনির, আজকের পত্রিকার প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, দৈনিক প্রভাত আলোর নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারী, কবি ও লেখক আফসার আমিন জাহান, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি এম এ আকাশ, নজরুল একাডেমি ফেনীর সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, লেখক নুরুল আমিন হৃদয়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক কবি আর কে শামীম পাটোয়ারী, চিত্র সাংবাদিক দুলাল তালুকদার, সাপ্তাহিক নীহারিকা সম্পাদক রফিকুল ইসলাম, আইনজীবী আইয়ুব আলী মিলন, ভোরের কাগজের ছাগলনাইয়া প্রতিনিধি এমএ আওয়াল, ফেনী আবৃত্তি সংসদের সভাপতি এখলাস উদ্দিন খন্দকার বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।