ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেলো ট্রেনের তিন বগি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০২:২৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৪
ট্রেনের বিচ্ছিন্ন বগি

ময়মনসিংহে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেলো ট্রেনের তিন বগি

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনমাস্টার নাজমুল হক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের তারাকান্দির উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পেছন থেকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ।

চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেলো ট্রেনের তিন বগি

নাজমুল হক খান আরও বলেন, অল্প সময়ের মধ্যেই ওই ট্রেনের সঙ্গে পেছনের তিনটি বগি জোড়া লাগিয়ে রওনা দেবে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঞ্জুরুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।