কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ৫ ফুট লম্বা একটি ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এর মাথা ও পিটের উপরের অংশে চামড়া উঠানো ছিল।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ছয় কিলোমিটার পূর্বদিকে গঙ্গামতি এলাকায় ডলফিনটি দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা।

তিনি জানান, সকালে সৈকতে যাওয়ার পথে ডলফিনটিকে পড়ে থাকতে দেখি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি এটি সকালের জোয়ারে ভেসে এসেছে। পরে টিমের সদস্যদের জানাই।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির তথ্য মতে, চলতি বছরে এই প্রথম মৃত ইরাবতি ডলফিন ভেসে এসেছে। তবে গত বছর (২৩ সাল) ১৫টি এবং ২২ সালে ১৯টি মৃত ও জীবিত ডলফিন ভেসে এসেছে।

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জাগো নিউজকে বলেন, সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো মারা যাচ্ছে। আজকে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির পুরুষ ডলফিন। তবে বেশ লম্বা সময় পর ফের ডলফিনটি আসলো। কেন প্রতিবছর এমন হচ্ছে তা নিয়ে গবেষণা চলছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেম এম বাচ্চু জানান, বন বিভাগকে অবগত করে টিমের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছে। ডলফিন নিয়ে উপকূলীজুড়ে সার্বক্ষণিক কাজ করছি। ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে মৃত্যুর কারণ বের করা হয়।

আসাদুজ্জামান মিরাজ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।