মেসে মিললো ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪

ময়মনসিংহে মেস থেকে হাসিবুল ইসলাম শিহাব (২৪) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর খাগডহর ঘুন্টি এলাকার একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসিবুল ইসলাম রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ময়মনসিংহ নগরীর ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসুল সামদানী আজাদ জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রাতে মেসে নিজ কক্ষে ঘুমাতে যান হাসিবুল ইসলাম। সকাল গড়িয়ে বিকেল হয় কিন্তু তিনি কক্ষ থেকে বের হননি। পরে এক সহপাঠী তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন। পুলিশ এসে মেসের দরজা ভেঙে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তা সামদানী আজাদ বলেন, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি মারা গেছেন। তবে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মঞ্জুরুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।