খুলনায় খাদ্য কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৪
ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল হাসান ও তার স্ত্রী শারমিন আক্তারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মাহমুদুল হাসান।

দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

শারমিন আক্তারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৪৪ লাখ ১১ হাজার ৮৩২ টাকা এবং শেখ মনিরুল হাসানের বিরুদ্ধে ১৯ লাখ ৭৬ হাজার ৬৩৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে অভিযোগ এনেছে দুদক।

আলমগীর হান্নান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।