সিরাজগঞ্জ

স্যালাইন খেয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে একই পরিবারের চারজন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

সিরাজগঞ্জের বেলকুচিতে স্যালাইন খেয়ে জিমহা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন। সে বেলকুচি উপজেলার বৈলগাছী গ্রামের কাইয়ুম উদ্দিনের মেয়ে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগে পাঁচজন রোগী আসে। স্বজনদের কথা অনুযায়ী, তারা ইফতারের পর স্যালাইন খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এরমধ্যে জিমহা নামের এক শিশু হাসপাতালে পৌঁছার আগে মারা যান। বাকি চারজন হাসপাতালে ভর্তি রয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সেটি পরীক্ষার পর জানা যাবে।

এ ঘটনায় অসুস্থ হন, জিমহার মা পারভীন খাতুন, মেয়ে রিয়া ও নুরী এবং ভাগনি মিথিলা আকতার। তবে এদের মধ্যে পারভীন খাতুন ও রিয়ার অবস্থা একটু আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

মৃতের স্বজনরা জানায়, স্থানীয় একটি দোকান থেকে দুটি স্যালাইন কিনেন পারভীন খাতুন। পরে স্যালাইন দুটি পানিতে মিশিয়ে ইফতার করেন। এরপর অসুস্থ হয়ে পড়েন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তিন বছরের শিশু জিমহাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জাগো নিউজকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মুদি দোকানদার আমিনুল ইসলামসহ চারজনকে থানায় আনা হয়েছে। একই সঙ্গে নিহত শিশুর বাড়ি থেকে স্যালাইনের খালি মোড়ক সংগ্রহ করা হয়।

এম এ মালেক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।