মুন্সিগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের পা বিচ্ছিন্ন


প্রকাশিত: ০৬:৩৮ এএম, ১২ এপ্রিল ২০১৬

মুন্সিগঞ্জে পাথরবাহী ট্রাকের চাপায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ কোবাদ আলী ভুঁইয়া (৪০) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮ টায় মুক্তারপুর সেতুর ঢালে এ ঘটনা ঘটে।

মোক্তারপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, পাথরবাহী একটি ট্রাক দায়িত্বে থাকা কোবাদ আলীর শরীরের উপর দিয়ে চলে যায়। এতে কোবাদ আলীর দেহ থেকে পা দুটি অলাদা হয়ে যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর পর ট্রাকের চালক জয়নালসহ ট্রাকটি আটক করে পুলিশ।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।