বরিশালে জুয়াড়িদের হামলায় পুলিশ কর্মকর্তাসহ আহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

বরিশালের হিজলায় জুয়াড়িদের হামলায় পুলিশ কর্মকর্তাসহ দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পুরাতন হিজলা মাছঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন- হিজলা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্বাস ও কনস্টেবল মো. আব্দুর রহিম।

স্থানীয়রা জানান, পুরাতন হিজলা মাছঘাট এলাকায় নিয়মিত জুয়ার আসর বসে। সেখানে তাস দিয়ে প্রতিদিন ৩/৫ লাখ টাকার জুয়া খেলা হয়। স্থানীয় জসিম সরদার, গিয়াসউদ্দিন ও লুৎফর মীর জুয়ার এ আসর বসায়।

স্থানীয় সাব্বির জানান, দুপুরে পুরাতন হিজলা মাছঘাট এলাকায় পুলিশ এসে কয়েকজন জুয়াড়িকে আটক করে। এসময় অন্য জুয়াড়িরা হামলা করে তাদের ছিনিয়ে নেয়। হামলায় পুলিশের দুই সদস্য আহত হন। পরে অন্য পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করেন।

হিজলা থানার পরিদর্শক (তদন্ত) দীপংকর রায় বলেন, ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে এএসআই আব্বাসের নেতৃত্বে তিন সদস্যের টিম পুরাতন হিজলা মাছঘাট এলাকায় যায়। সেখানে জুয়ার আসরে অভিযান চালালে জুয়াড়িরা তাদের ওপর হামলা করেন। এতে এএসআই আব্বাস ও কনস্টেবল আব্দুর রহিম আহত হন। এর মধ্যে এএসআই আব্বাসের মাথায় জখম হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর কনস্টেবল আব্দুর রহিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শাওন খান/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।