সিলেটে নিষ্ক্রিয় করা হলো আরও এক মর্টার শেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

সিলেটের গোয়াইনঘাটে পিয়াইন নদ থেকে উদ্ধার হওয়া মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর এলাকায় নয়াগাঙ্গের পাড়ে নিরাপদ স্থানে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি উদ্ধার হওয়া একটি মর্টার শেল নিষ্ক্রিয় করে সিলেট মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। এর চারদিন পর শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ফের পিয়াইন নদ থেকে আরেকটি মর্টার শেল উদ্ধার হয়। সেটি আজ নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর একটি দল।

Sylhet-(2).jpg

সিলেট সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল খায়রুন নাহারের নেতৃত্বে মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে কাজ করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আল আমীনসহ সেনাবাহিনীর একদল বোমা নিষ্ক্রিয়কারী দল।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানসহ পুলিশ সদস্যরা।

আহমেদ জামিল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।