ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩১ পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০:৩২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে ৩১ পরিবার। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার মধ্য ঝাড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৭২টি ঘর পুড়ে গেছে।

আটোয়ারির ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে কয়েল বা গোয়াল ঘরের ভূতি (মশা তাড়ানোর আগুন ধোয়া) থেকে আগুনে সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের শোয়ারঘর, গোয়ালঘর, খড়েরঘর ও রান্নাঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল হোসেন বলেন, তাৎক্ষনিক স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করি। ক্ষয়ক্ষতির পরিবার এখনো নিরূপণ করা যায়নি।

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩১ পরিবার

স্থানীয় ইউপি চেয়ারম্যান রোমান বাদশা জানান, ক্ষতিগ্রস্তদের পরনের কাপড় ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। উপজেলা প্রশাসন কম্বল ও খাদ্য পাঠাবেন বলে আশ্বস্ত করেছেন।

তানভীর হাসান তানু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।