বাড়িতে মায়ের মরদেহ রেখে দাখিল পরীক্ষা দিলো ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০১:৫২ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে মায়ের মরদেহ বাড়িতে রেখে দাখিল পরীক্ষা দিয়েছে দিহান আলম। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে গফরগাঁও জে এম কামিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষায় দেয় সে।

দিহান আলম উপজেলার পাগলার মশাখালী ইউনিয়ন বেলাব গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে মুখীশাহ মিসকিন দাখিল মাদরাসা থেকে এবার দাখিল পরীক্ষা দিচ্ছে।

জে এম কামিল মাদরাসার অধ্যক্ষ মো. আতাউর রহমান জানান, মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে তার মা খাদিজা বেগম মারা যান। দিহান মায়ের মরদেহ বাড়িতে রেখে হাদিস বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। সে তিন ঘণ্টা পরীক্ষা দিয়ে সহপাঠীদের সঙ্গে নিয়ে মায়ের জানাজায় শরিক হয়।

তিনি বলেন, দিহানকে মনোবল দেওয়ার চেষ্টা করছি। যাতে শেষ পর্যন্ত পরীক্ষাটি চালিয়ে যেতে পারে। আমরা দিহানের মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।