লাইসেন্সের মেয়াদ না থাকায় রাজশাহীতে ২ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ০৪ মার্চ ২০২৪
ফাইল ছবি

রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে করা হয়েছে ।
সোমবার (৪ মার্চ) উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আড়ানী পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন।

জাগো নিউজকে তিনি বলেন, তাদের লাইসেন্সের মেয়াদ না থাকায় নাজিয়া ডায়াগনস্টিকস সেন্টার ও জাহানারা ডায়াগনস্টিকস সেন্টার বন্ধ করে দেওয়া হয়। যাদের লাইসেন্স নেই কিংবা অনেক আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে খোজ নিয়ে জানা গেছে,রাজশাহীর বাঘা উপজেলায় ২৫টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যাদের বেশির ভাগই লাইসেন্সের মেয়াদ নেই। বিশেষজ্ঞ চিকিৎসক,নার্স ও অস্ত্রপচারের প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়াই চলছে অধিকাংশ ক্লিনিক। প্রায়ই এখানে মৃত্যুর ঘটনা ঘটে। এরপর চলতি বছরে এই প্রথম এ উপজেলায় অভিযান পরিচালনা করে হাসপাতাল বন্ধ ঘোষণা করা হলো।

সাখাওয়াত হোসেন/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।