কনস্টেবল নিয়োগ

নোয়াখালীতে এক পদের বিপরীতে প্রার্থী ৩৫ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:২১ এএম, ০৮ মার্চ ২০২৪
সংবাদ সম্মেলনে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান

নোয়াখালীতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে ৭৮টি পদের বিপরীতে অনলাইনে আবেদন করেছেন ২ হাজার ৭১৯ জন। এর ফলে, প্রতি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৩৫ জন করে। বৃহস্পতিবার (৭ মার্চ) নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, আবেদনকারীদের মধ্যে সাধারণ কোটায় পুরুষ ২ হাজার ২৪৭ জন ও নারী ২১৪ জন, মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ ১০৪ জন ও নারী ১২ জন, এতিম কোটায় পুরুষ ১১ জন, আনসার কোটায় পুরুষ ৬৯ ও নারী দুইজন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় পুরুষ একজন ও নারী দুইজন এবং পোষ্য কোটায় ৫৩ জন পুরুষ ও চারজন নারী আবেদন করেছেন। এর মধ্যে ৬৬ জন পুরুষ ও ১২ জন নারীকে নিয়োগ দেওয়া হবে।

পুলিশ সুপার আরও বলেন, কনস্টেবল নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সবল কার্যক্রম সম্পন্ন হবে। এখানে কোনো প্রকার টাকা-পয়সার বিনিময়ে নিয়োগ দেওয়া হবে না। যিনি যোগ্য তিনি এমনিতেই নিয়োগ পাবেন। কারও সঙ্গে যেন কোনো ধরনের লেনদেন না করা হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, সারা দেশের ৬৪ জেলা থেকে ৩ হাজার ৬০০ জনকে কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার জন্য গত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হয়। এর মধ্যে ৩ হাজার ৬০ জন পুরুষ ও ৫৪০ জন নারী নিয়োগ পাবেন। আবেদনের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে।

আইএইচএম/কেএএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।