পহেলা বৈশাখে ফেনীতে পুলিশ ও সাংবাদিকদের ইলিশ বর্জন


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৩ এপ্রিল ২০১৬

পহেলা বৈশাখে পান্তা ভাতের সঙ্গে ইলিশ বাঙ্গালী সংস্কৃতির অংশ নয় প্রতিপদ্যে ইলিশ বর্জনে র‌্যালি করেছে ফেনী পুলিশ ও সাংবাদিক সমিতি।

বুধবার বেলা ১১টায় ফেনী মডেল থানা থেকে বের হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে ।

ফেনীর পুলিশ সুপারের নেতৃত্বে ফেনী প্রেস ক্লাব ও রিপোর্টাস ইউনিটের নেতৃবৃন্দসহ কর্মরত সাংবাদিক ও পুলিশ সদস্যরা র‌্যালিতে অংশ নেন ।

পরে শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে পুলিশ সুপার রেজউল হক, ফেনী প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম, ফেনী রিপোর্টাস ইউনিটের সভাপতি ওসমান হারুন মাহমুদ দুলাল ও সিনিয়র সাংবাদিক শাহ জালাল রতন বক্তব্য রাখেন ।

জহিরুল হক মিলু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।