অনিয়মের দায়ে আলমডাঙ্গায় ৪ দোকানিকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চারটি দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৬ মার্চ) দুপুরে দিকে আলমডাঙ্গা উপজেলা শহরের পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ অভিযানটি পরিচালনা করেন।

অনিয়মের দায়ে আলমডাঙ্গায় ৪ দোকানিকে জরিমানা

অভিযান সূত্রে জানা গেছে, অভিযানে বিভিন্ন অনিয়মের অপরাধে তরমুজের আড়ত, খেজুর ও ফলের দোকানসহ চারটি প্রতিষ্ঠান মালিককে আটহাজার টাকা জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ীদের ডিম, মুরগি, ছোলাসহ কৃষি বিপণন অধিদপ্তর হতে দাম বেধে দেওয়া ২৯টি পণ্যের বিষয়ে সতর্ক করা হয়।

সজল আহম্মেদ জাগো নিউজকে বলেন, আমরা ব্যাবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বেচাকেনা, ভাউচার সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন করতে বলেছি। এছাড়া সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

হুসাইন মালিক/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।