মাদারীপুরে খামারে আগুন লেগে দুই গবাদিপশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১৭ মার্চ ২০২৪

মাদারীপুরের শিবচরে খামারে আগুন লেগে দুটি গবাদিপশুর মৃত্যু হয়েছে। রোববার (১৭ মার্চ) ভোরে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের দক্ষিণচর এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ও স্থানীয় সূত্র জানায়, দক্ষিণচর গ্রামের মোহাম্মদ কামরুজ্জামান সিপাইয়ের মালিকানাধীন ‘মায়ের দোয়া ডেইরি ফার্মে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দেখে স্থানীয়রা শিবচর ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে খামারে থাকা দুটি গরু পুড়ে ছাই হয়ে যায়।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) তপন কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই দুটি গবাদিপশু পুড়ে গেছে।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।