২০ দিন পর ইতালি থেকে দেশে ফিরলো যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২২ মার্চ ২০২৪

মৃত্যুর ২০ দিন পর ইতালি থেকে দেশে ফিরেছে আবু বক্করের মরদেহ। বৃহস্পতিবার (২২ মার্চ) রাতে তার মরদেহ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদাবরী গ্রামে পৌঁছে।

আবু বক্কর উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের ঈদগাহ পাড়ার সওদার মণ্ডলের ছেলে। রাতে নিজ গ্রামের কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, জীবিকার প্রয়োজনে ১৪ বছর আগে ওমানে যান আবু বক্কর (৩৫)। তারপর ওমান থেকে দুবাইয়ে, সেখানে দীর্ঘদিন থাকার ইতালিতে চলে যান। সেখানে ৩ বছর থাকার পর গত ১ মার্চ আবু বক্কর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানে মৃত্যু হয়।

এদিকে ২০ দিন পর আবু বক্করের মরদেহ বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারি হয়ে উঠে।

বাবা মো. সওদার বলেন, ১৪ বছর আগে বিদেশে যায় আমার ছেলে। সেখানে একটি ফার্মে কাজ করতেন। ছেলের মুখটি দেখার জন্য ২০ দিন অপেক্ষায় ছিলাম।

হুসাইন মালিক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।