চুয়াডাঙ্গায় ১০ মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২৭ মার্চ ২০২৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্ত্রসহ সজিব হোসেন ওরফে ফজা (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মার্চ) দিনগত রাতে আলমডাঙ্গার লাল ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২৭ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সজিব হোসেন উপজেলার নওদা বন্ডবিল গ্রামের মন্টু মণ্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে পুলিশ আলমডাঙ্গা লালব্রিজ এলাকায় এক ব্যক্তি অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অস্ত্র নিয়ে অবস্থান করছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই সন্ত্রাসী পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাউসপুর সাতকপাট নামক স্থানে একটি পরিত্যাক্ত ভবনে তল্লাশি চালিয়ে দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

আলমডাঙ্গা থানার ভ্রারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জাগো নিউজকে বলেন, আসন্ন ঈদুল ফিতরকে টার্গেট করে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্য ছিল সজিবের। তিনি খুন, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর, ঝিনাইদহ সদর ও আলমডাঙ্গা থানায় মোট ১০টি মামলা রয়েছে। বুধবার দুপুরে তাকে নতুন করে আরও একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

হুসাইন মালিক/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।