লক্ষ্মীপুর-নোয়াখালী সড়ক চার লেন করার প্রস্তাব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ০৩ এপ্রিল ২০২৪

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের রায়পুর পর্যন্ত সড়কটি চার লেন করার প্রস্তাব দিয়েছেন সংসদ সদস্য (এমপি) গোলাম ফারুক পিংকু। এরমধ্যে প্রথম পর্যায়ে বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর বাস টার্মিনাল পর্যন্ত সড়কটি চার লেন করার জন্য চাহিদাপত্র জমা দেওয়া হয়েছে।

বুধবার (৩ মার্চ) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপির কাছে এ চাহিদাপত্র জমা দেন তিনি।

জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা হয়। এতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু স্থায়ী কমিটির সদস্য হিসেবে সভায় অংশ নেন। বিকেলে পিংকু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

সভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির, খুলনা-২ আসনের এমপি সেখ সালাহউদ্দিন, কুমিল্লা-১১ আসনের এমপি মজিবুল হক, কুমিল্লা-৩ আসনের এমপি জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ -৩ আসনের এমপি আবদুল্লাহ আল কায়সার ও চট্টগ্রাম-১৬ আসনের এমপি মজিবুর রহমানসহ অনেকে।

এমপি গোলাম ফারুক পিংকু বলেন, ‘আমি লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের গুরুত্ব তুলে ধরেছি। প্রথম পর্যায়ে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর বাস টার্মিনাল পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করার জন্য চাহিদাপত্র জমা দিয়েছি। আশা করি এ অঞ্চলের ভাগ্য উন্নয়নে মন্ত্রণালয় বিষয়টি বিবেচনায় নেবে।’

মেঘনা নদী হয়ে বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর নৌরুট চট্টগ্রাম ও সিলেটসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার সহজ যোগাযোগমাধ্যম। সাম্প্রতিক সময়ে লক্ষ্মীপুর ফেরিঘাট থেকে শহরের বাসটার্মিনাল পর্যন্ত বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় সড়ক প্রশস্তকরণ করা হয়। এ রুটের যাত্রীরা এর সুফল ভোগ করছেন। কিন্তু বাস টার্মিনাল থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত রাস্তাটি প্রশস্ত নয়। এছাড়া শরীয়তপুর থেকে হরিণা ফেরিঘাট হয়ে বেশিরভাগ যানবাহন এবং যাত্রীরা রায়পুর-লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কটি ব্যবহার করেন। রাস্তাটি প্রশস্ত না হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

রায়পুর-লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কটি ২৪ ঘণ্টাই ব্যস্ত থাকে। এতে এ সড়কটি প্রশস্তকরণ জরুরি। সড়কটি প্রশস্ত করা হলে এ রুটে দুর্ঘটনা কমে যাবে। এ অঞ্চলের অর্থনৈতিক বিপ্লব ঘটবে।

কাজল কায়েস/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।