দুস্থদের মাঝে কাপ্তাই সেনা জোনের ঈদ উপহার
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) গরীব ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকালে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল নুর উল্লাহ জুয়েল প্রধান অতিথি থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন। এতে সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. ফয়েজ আাহাম্মেদও উপস্থিত ছিলেন।
এসময় জোন কমান্ডার দুস্থ ও অসহায়দের সাথে কুশল বিনিময় করেন এবং আগামীতেও এ ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিলো চাল, আটা, তেল, ডাল, লবণ, চিনি ও চা পাতা।
সাইফুল উদ্দীন/এএইচ/জিকেএস