সাড়ে ১২ হাজার মানুষকে ঈদ উপহার দিলেন নাসিক প্যানেল মেয়র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৮ এপ্রিল ২০২৪

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাড়ে ১২ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য আব্দুল করিম বাবু।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে শহরের পাইকপাড়া এলাকায় অসহায় মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে আব্দুল করিম বাবু বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই আমি প্রতিবছর এই উপহার প্রদান করে থাকি। আমি আমার মায়ের নির্দেশেই জনগণের সেবা করে যাচ্ছি। আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন বাদল, মুক্তিযোদ্ধা মো. ইকবাল ও এসবি ক্যাবল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক রায়হান করিম রিয়েনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।