সীতাকুণ্ডে চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ০৯ এপ্রিল ২০২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি শীতলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাসচালকের নাম নুরের নবী শিমুল ৩০)। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি গ্রামের নুরুল হকের ছেলে। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে চট্টগ্রামমুখী একটি চলন্ত ট্রাকের পিছনে আরেকটি বাস (গ্রামবাংলা বাস) ধাক্কা দেয়। এতে বাসের চালকসহ এক যাত্রী ঘটনাস্থলে মারা যায়। আহত হন আরও সাতজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যান।

সীতাকুণ্ডে চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করি। তারমধ্যে একজন চালক আরেকজন বাসের যাত্রী। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বার আউলিয়া হাইওয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, চলন্ত একটি ট্রাকের পিছনে আরেকটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

এম মাঈন উদ্দিন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।