সিলেটে বিদ্যুৎ কেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ১০:৫৭ এএম, ১৫ এপ্রিল ২০২৪

অডিও শুনুন

সিলেটের কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। সকাল ১০টা পর্যন্ত আগুন জ্বলছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিলেটে বিদ্যুৎ কেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকৌশলী জানান, ধারণা করছি ৩৩ কেভি বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সোয়া ৯টার দিকে ওই লাইনের নিচে থাকা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে আগুন নেভাতে চেষ্টা করছেন।

সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম থেকে মামুন জাগো নিউজকে জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আছে। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই।

জামিল আহমেদ/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।