রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৫:২৫ এএম, ১৬ এপ্রিল ২০২৪

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় যাত্রীবাহী পিকআপ উল্টে গিয়ে জিকু চাকমা নামের এক নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বাঘাইছড়ি ইউনিয়নের কচুছড়ি নামক এলাকা থেকে খাগড়াছড়িগামী যাত্রীবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

স্থানীয়রা জানান, খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি বিহারপাড়া এলাকা থেকে পিকআপযোগে ২০-২২ জন নারী-পুরুষ দুপুর ১টায় বাঘাইছড়ি ইউনিয়নের মিলনপুর ভাবনা কুঠির বিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে বিকাল ৫টায় অনুষ্ঠান শেষে মহালছড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কচুছড়ি নামক এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে যায়। পিকআপে থাকা প্রত্যেকেই আহত হয়।

আরও জানা যায়, স্থানীয়দের সহযোগিতায় আহতদের বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিকু চাকমা নামের এক নারী যাত্রী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি সদর হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয়। হতাহতদের মধ্যে ৭ জন অধিক আহত হয়েছে বলে জানা গেছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌস মোহাম্মদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত সড়কের কচুছড়ি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে দুর্ঘটনা ঘটে বলে আমরা জানতে পারি। যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় জিকু চাকমা নামের একজন মারা গেছেন, তার মরদেহ খাগড়াছড়িতে পাঠানো হয়েছে।

সাইফুল উদ্দীন/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।