ম্যাজিস্ট্রেটের কাছে বাড়তি ভাড়া নিয়ে জরিমানা দিলো ‘লাল সবুজ’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৭ এপ্রিল ২০২৪

নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ-বিন-আখন্দের কাছে ১৫০ টাকা ভাড়া বেশি নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে মাইজদী নতুন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ-বিন-আকন্দ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঈদে ফেরা যাত্রীদের থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগ ছিল। মঙ্গলবার বিকেলে ঢাকার যাত্রী সেজে লাল সবুজ পরিবহনে টিকিট কিনতে যাই। এসময় সরকার নির্ধারিত ৫৫০ টাকা ভাড়া ৭০০ টাকা নেওয়া হয়। পরে হাতেনাতে প্রমাণ পেয়ে লাল সবুজ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানের সময় চট্টগ্রামগামী বাঁধন পরিবহন ৩১৬ টাকার ভাড়া ৪০০ টাকা নেওয়ায় তাদেরও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উভয় পরিবহনের উপস্থিত যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে বিআরটিএ নোয়াখালীর সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায় ও সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ইকবাল হোসেন মজনু/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।