দশ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো দুজনের

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮:২১ এএম, ২০ এপ্রিল ২০২৪
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে দশ ঘণ্টার ব্যবধানে একই ইউনিয়নের দু’জন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। এরমধ্যে আসিফ উদ্দিন (২৪) নামে এক যুবক রেললাইনে হেঁটে ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়েন। তিনি যশোর জেলার বাসিন্দা।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের রেললাইনে এই ঘটনা ঘটে।

অপরদিকে একইদিন সকালে ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁ এলাকায় বিপ্লব দাস (২৩) নামে এক মানসিক প্রতিবন্ধী ট্রেনে কাটা পড়ে নিহত হন। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ এলাকার জেলে পাড়ার কানু দাশের ছেলে।

এছাড়া বৃহস্পতিবার ট্রেনে কাটা পড়ে মো. মান্নান (৩৫) নামে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। সীতাকুণ্ড রেলস্টেশন এলাকা থেকে জিআরপি পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মৃত মান্নান ভোলা জেলার লালমোহন থানার মো. সিদ্দিকের ছেলে।

ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সাব্বির আহমেদ চৌধুরী বলেন, সকাল সাতটার দিকে বিপ্লব দাস নামে এক প্রতিবন্ধী ট্রেনে কাটা পড়ে নিহত হন। ঠিক দশ ঘণ্টার ব্যবধানে আসিফ উদ্দিন নামে আরও এক যুবক রেললাইনে ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হন।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসাইন বলেন, সকালে বিপ্লব দাস নামের এক মানসিক প্রতিবন্ধী চট্টগ্রামমুখি লেনে ট্রেনে কাটা পড়ে নিহত হন। ঠিক কয়টার দিকে কাটা পড়েছেন সেটা জানা যায়নি। তাই কোন ট্রেনে কাটা পড়েছেন তা বলা সম্ভব হচ্ছে না।

অপরদিকে বিকেল চারটার দিকে আসিফ উদ্দিন নামে এক যুবক রেললাইনে হেঁটে মোবাইলে কথা বলার সময় ঢাকামুখি কক্সবাজার এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়েন। দুজনকেই ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এম মাঈন উদ্দিন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।