মাকে থাপ্পড় মারায় মামাকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২১ এপ্রিল ২০২৪
ফাইল ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জে ভাগিনার লাঠির আঘাতে মামা আনিছ খান (৪৫) নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার চরএকরিয়া ইউনিয়নের তরইলিশা গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পর মরদেহ উদ্ধার করে। পাশাপাশি ঘটনায় অভিযুক্ত ভাগনে রিপন বেপারীকে (২৭) আটক করেছে পুলিশ।

নিহত আনিছ তরইলিশা গ্রামের রুস্তম আলী খানের ছেলে। ভাগনে রিপন একই গ্রামের শাহজাহান বেপারীর ছেলে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পাশাপাশি বাড়ি হওয়ায় দুই পরিবারের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। শনিবার ঝগড়ার এক পর্যায়ে রিপনের মাকে থাপ্পড় দেন আনিছ। এতে ক্ষুদ্ধ হয়ে রিপন তার মামাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। একটি আঘাতেই আনিছ জ্ঞান হারান।

তিনি আরও জানান, চিকিৎসার জন্য স্বজনরা তাকে স্পিডবোটে বরিশালে নিয়ে যান। কিন্তু সেখানকার চিকিৎসরা আনিছকে মৃত ঘোষণা করলে মরদেহ বাড়িতে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও অভিযুক্ত রিপনকে আটক করে।

শাওন খান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।