সিলেটে বজ্রপাতে ইমামের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৬:০১ পিএম, ২১ এপ্রিল ২০২৪

সিলেটের জৈন্তাপুরে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পাতন টিকরপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

তার নাম ইমাম হাফিজ কবির আহমদ (৩৫)। তিনি কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের সোনাতুলা গ্রামের এবাদুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে প্রচুর বৃষ্টির সময় লজিং বাড়ি থেকে মসজিদে নামাজ পড়াতে যাচ্ছিলেন কবির আহমদ। মসজিদে পৌঁছানোর আগে বজ্রপাতে তিনি মারা যান। বৃষ্টি থামার পর মুসল্লিরা ফজরের নামাজে যাওয়ার পথে রাস্তার পাশের জমিতে ইমামের মরদেহ পড়ে থাকতে দেখেন।

এ বিষয়ে চারিকাটা ইউপি চেয়ারম্যান মো. সুলতান করিম বলেন, বিষয়টি তাৎক্ষণিক জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, মরদেহ উদ্ধার করে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। উপজেলা প্রশাসনের পক্ষ হতে ইমামের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

আহমেদ জামিল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।