কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত ১৪ ফুট লম্বা অজগর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২৩ এপ্রিল ২০২৪

রাঙ্গামাটির সদরে একটি হাঁসের খামার থেকে ১৪ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে সাপটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয় ।

এর আগে পার্বত্য জেলা পরিষদে কর্মরত কাপ্তাই উপজেলা সদরের বাসিন্দা প্রকৌশলী ইসমাইল হোসেনের হাঁসের খামার থেকে উদ্ধার করা হয় অজগর সাপটি।

তিনি আরও জানান, অজগর সাপটি আমার খামারের ৩-৪ টি হাঁস মেরে ফেলে। হঠাৎ শব্দ শোনার পর, আমরা রাত ৩টা হতে অজগর সাপটিকে ধরতে চেষ্টা করি। অবশেষে মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় অজগর সাপটিকে ধরতে সক্ষম হই। সাপটিকে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেছি।

কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার আবু সুফিয়ান জানান, অজগর সাপটির ওজন প্রায় ১৫ কেজি । সকাল ১১ টায় ধৃত অজগর সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন কাপ্তাই বন বিভাগের কর্মীরা।

এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন, রাইংখিয়ংমুখ বনশুল্ক পরীক্ষণ ফাড়িঁর স্টেশন কর্মকর্তা মহিউদ্দিন চৌধুরী, কাপ্তাই উপজেলা পিআইও রুহুল আমিনসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাইফুল উদ্দীন/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।