রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০ এএম, ২৫ এপ্রিল ২০২৪

রাঙ্গামাটির সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রী এলাকায় শ্রমিকবাহী ড্রামট্রাক পাহাড়ের খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বিকাল ৫টা ৪০মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার ।

তিনি জানান, আনুমানিক বিকাল ৫টা ৪০মিনিটের দিকে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের কাজ শেষে খাগড়াছড়ি দিকে ফেরার পথে ১৪জন শ্রমিক ও চালক নিয়ে একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৬ শ্রমিক ঘটনাস্থলে মারা গেছেন। পরে আরও ৩ জন শ্রমিক হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

তিনি আরও জানান, আহত ও নিহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।


সাইফুল উদ্দীন/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।