ছনুয়ায় চেয়ারম্যান ও ১১ ইউপি সদস্য বিনা ভোটে জয়ী


প্রকাশিত: ০৭:০১ এএম, ১৯ এপ্রিল ২০১৬

ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় চেয়ারম্যান ও ১২টি সদস্য পদের ১১ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন আওয়ামী লীগ প্রার্থীরা। চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি করিম উল্লাহ বি.কম তৃতীয় বারের মত নির্বাচিত হতে চলেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তফসিল অনুযায়ী গত ১০ ও ১১ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। বিএনপি প্রার্থী মোহাম্মদ দাউদ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন সাধারণ সম্পাদক এমদাদুল হক তপন ও সদর উপজেলা সহ-সভাপতি আবু তাহের কোম্পানি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে করে করিম উল্লাহ বি.কমকে নির্বাচিত ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।

তিনি এর আগে ১৯৯৮ ও ২০১০ সালের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। একইভাবে ৯টি সাধারণ ওয়ার্ডের সব কটিতে প্রতিদ্বন্দ্বী না থাকায় ১ নং ওয়ার্ডে মো. আলী জিন্নাহ, ২ নং ওয়ার্ডে আফসার হোসেন জিতু, ৩ নং ওয়ার্ডে মো. আইয়ুব আলী, ৫ নং ওয়ার্ডে মোহাম্মদ শেখ ফরিদ, ৬ নং ওয়ার্ডে রমজান আলী দুলাল, ৭ নং ওয়ার্ডে মোহাম্মদ আলী রায়হান, ৮ নং ওয়ার্ডে প্রিয় লাল পাল ও ৯ নং ওয়ার্ডে মোহাম্মদ মুছা এবং সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে আলেয়া বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে নুর নাহার, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে জোছনা বেগম একক প্রার্থী হয়েছেন। এ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে সাহাব উদ্দিন ও মোহাম্মদ মোস্তফা প্রার্থী হওয়ায় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জহিরুল হক মিলু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।