চাঁদপুরে হাসপাতাল-ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ০৩ মে ২০২৪

চাঁদপুরের হাজীগঞ্জে পপুলার হাসপাতালে নোংরা পরিবেশে সেবা প্রদান করায় ১৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মেসার্স মেডিসিন কর্ণারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৩ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা শাখার সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি জানান, প্যাথলজি রুমে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ সেবা দান, বাইরের লোক দিয়ে ব্লাড গ্রহণ এবং যথাযথ উপায়ে সেবা প্রদান না করায় পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মেডিসিন কর্নারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তাদের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।

শরীফুল ইসলাম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।