চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ কাভার্ড ভ্যান জব্দ


প্রকাশিত: ১০:৪৩ এএম, ২০ এপ্রিল ২০১৬

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১২৯৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী ও একটি কাভার্ড ভ্যান আটক করেছে গোয়েন্দা পুলিশ ও বিজিবি। বুধবার দিনের বিভিন্ন সময় এ অভিযানগুলো চালানো হয়।

আটক মাদকব্যবসায়ী হলেন, শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুরের আব্দুল হান্নানের ছেলে লাল মোহম্মদ (২২)।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ জানান, সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুর ইউনিয়নের সোনামসজিদ মহাসড়কে কেয়া ফিলিং স্টেশনের সামনে একটি কভার্ড ভ্যানে তল­্লাশী চালিয়ে ১০২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় এর চালক ও সহকারী পালিয়ে যায়।

অপরদিকে, সকাল সাড়ে দশটায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা রেল বাজার এলাকায় অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুরের আব্দুল হান্নানের ছেলে লাল মোহম্মদকে (২২) ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করে গোয়েন্দা পুলিশ।

এছাড়াও শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকা থেকে দুপুর দেড়টার দিকে পরিত্যক্ত অবস্থায় ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।

আব্দুল­াহ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।