মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো কিশোরের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১৭ মে ২০২৪
প্রতীকী ছবি

সিলেটের জকিগঞ্জে বাবা-ভাইয়ের সঙ্গে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রেদওয়ান আহমদ (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলার আটগ্রামের নোয়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেদওয়ান আহমদ নোয়াগ্রামের মাসুক আলীর ছেলে। সে স্থানীয় সিঙ্গাইর কুড়ি আলিয়া মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি মেম্বার কাজী মো. টুনু মিয়া জানান, সকালে স্থানীয় একটি হাওরে বাবা ও বড় ভাইয়ের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল রেদওয়ান। জুমার নামাজের সময় দুই ভাইকে হাওরে রেখে বাড়িতে ফিরছিলেন বাবা মাসুক আলী। এসময় বজ্রপাতে আহত হয় রেদওয়ান। এসময় তার সঙ্গে থাকা বড় ভাই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। বড় ছেলের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে যান রেদওয়ানের বাবা। পরে তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আর কেউ আহত হননি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আহমেদ জামিল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।