রংপুরে জালভোট দেওয়ার অভিযোগে দুই যুবকের দণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০২:০৪ পিএম, ২১ মে ২০২৪

রংপুরে উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) দুপুরে জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের দণ্ড দেন বিচারক।

আটকরা হলেন, দুর্গাপুর গ্রামের এমদাদ মিয়ার ছেলে রুমান মিয়া (২৭) ও সুলতান মিয়ার ছেলে রাশেদ মিয়া (২৮)।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দ্বিতীয় ধাপের নির্বাচনে এই উপজেলায় মোট ১৫৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এবার চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও মিঠাপুকুর মহাবিদ্যালয়ের সাবেক ভিপি কামরুজ্জামান কামরু (হেলিকপ্টার), মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা (মোটরসাইকেল) এবং সাবেক এমপি শাহ্ আলম ফকিরের ছেলে ইঞ্জিনিয়ার শাহ্ সাদমান ইশরাক হোসেন (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জিতু কবীর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।