নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যায় গ্রেফতার দুই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৩ মে ২০২৪
নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া

নরসিংদীর রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের মামাতো ভাই আলামিন ও মামা বাছেদ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ।

তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী বলেন, গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২২ মে) দুপুরে নির্বাচনী প্রচারণার জন্য রায়পুরার চরাঞ্চলে যাচ্ছিলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। তার গাড়িবহর চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় পৌঁছালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকদের মুখোমুখি হয়।

এসময় আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা সুমনের গাড়িবহরে হামলা চালান। তারা সুমনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। তখন উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। তখন প্রাণে বাঁচতে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন তার গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন।

এসময় রুবেল সমর্থকরা তাকে পিটিয়ে রক্তাক্ত করেন। দৌড়ে বাঁশগাড়ী পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন সুমন। সেখান থেকে পুলিশ তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসত মৃত ঘোষণা করেন।

সঞ্জিত সাহা/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।