অনুমতিবিহীন খোলা সেমাই বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২৬ মে ২০২৪

রাজশাহীর সাহেব বাজারে অনুমতি ছাড়াই খোলা সেমাই বিক্রির অভিযোগে পদ্মা ফুড ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজামান।

তিনি বলেন, পদ্মা পদ্মা ফুড ইন্ডাস্ট্রিজ নামের এক প্রতিষ্ঠানের সেমাই বিক্রির কোনো অনুমতি নেই। তারপরও তারা বিক্রি করছেন। এজন্য তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অনুমতিবিহীন খোলা সেমাই বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

এছাড়াও রাজশাহীর সাহেব বাজারের মাছ, মাংস, সবজি, মসলা, তেলসহ বিভিন্ন জিনিসের ওপরে মনিটরিং করা হয়েছে।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সাখাওয়াত হোসেন/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।