রক্ত দিয়ে চিঠি লিখে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ১১ জুন ২০২৪

ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসবভাতা ও জাতীয়করণের দাবিতে নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বরিশালের বেসরকারি শিক্ষকরা।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেন জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশালের নেতৃবৃন্দ।

এর আগে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে একই দাবিতে মানববন্ধন করেন শতাধিক শিক্ষক।
এসময় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিরাজমান বৈষম্য দূর করতে হবে। এ কারণে অবিলম্বে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে। পাশাপাশি পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও ঘর ভাড়া প্রদানের দাবি জানানো হয়।

ফেডারেশনের বরিশাল বিভাগের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধনে অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যাপক গৌরঙ্গ চন্দ্র কুণ্ডু, উপাধ্যক্ষ আনোয়ারুল হক ও অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার প্রমুখ বক্তব্য দেন।

শাওন খান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।