বিমানবন্দর চালু ও মেডিকেল কলেজ চায় ঠাকুরগাঁওবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১২ জুন ২০২৪

ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালু ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার (১২ জুন) সকাল ১০টায় জেলা সদরের চৌরাস্তায় সকল শ্রেণি পেশার মানুষের ব্যানারে প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঠাকুরগাঁও রংপুর বিভাগের একটি সম্ভাবনাময় জেলা। সরকারের সুদৃষ্টি খুব তীক্ষ্ণভাবে পড়লে এ জেলা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অনেক বেশি অবদান রাখবে। এ জেলায় পরিত্যক্ত বিমানবন্দরটি চালুর জন্য এখানে সরকারের মন্ত্রী বেশ কয়েকবার এসে আশ্বাস দিয়েছেন। কিন্তু এখনো সেটি চালু হচ্ছেনা৷ অথচ এখানে বিমানবন্দরটি চালু হলে একদিকে যেমন যাতায়াতের সুবিধা হবে অন্যদিকে অর্থনীতির খুঁটি মজবুত হবে। এখানে বিনিয়োগ করতে আগ্রহী হবেন ব্যবসায়ী ও শিল্পপতিরা।

বিমানবন্দর চালু ও মেডিকেল কলেজ চায় ঠাকুরগাঁওবাসী

তারা আরও বলেন, ঠাকুরগাঁও ২৫০ শয্যার হাসপাতালে সবসময় ৫০০-৭০০ রোগী চিকিৎসা নিয়ে থাকে। শুধু ঠাকুরগাঁও নয় আশপাশের নীলফামারী, পঞ্চগড়, বীরগঞ্জসহ অন্যান্য অঞ্চলের রোগীরাও এখানে সেবা নেন। এজন্য স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এখানে মেডিকেল কলেজটা খুবই প্রয়োজন।

এসময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আল মামুন, সাংবাদিক বিশাল রহমান, তানভীর হাসান তানু, শিক্ষক আল মামুন প্রমুখ।

তানভীর হাসান তানু/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।