টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে উপহার পেলো শতাধিক শিশু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১২ জুন ২০২৪

চট্টগ্রামর সীতাকুণ্ডে টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে শতাধিক শিশু কিশোর পেয়েছে বাই সাইকেল, স্কুল ব্যাগ, জায়নামাজ ও টি-শার্টসহ বিভিন ধরনের উপহার।

মঙ্গলবার (১১ জুন) রাতে সীতাকুণ্ড পৌরসদরের হাসান গোমস্তা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যাগে এশার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে এসব উপহার সামগ্রী শিশু-কিশোরদের হাতে তুলে দেওয়া হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম বলেন, বর্তমানে কোমলমতি শিশু কিশোররা মোবাইলে আসক্ত। তাই শিশু শিশুদেরকে নামাজের দিকে আগ্রহী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রতিযোগিতায় শতাধিক শিশু কিশোর অংশ নিয়েছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবুল খায়ের ওয়াহেদী। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর দিদারুল আলম অ্যাপোলো, সীতাকুণ্ড আলীয়া মাদরাসার প্রভাষক ডা. নুরুল আমিন ও নুরুল আনোয়ার, উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা একেএম সালাউদ্দিন, অ্যাডভোকেট সরোয়ার হোসেন লাভলু প্রমুখ।

এম মাঈন উদ্দিন/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।