সড়কে অবৈধ পার্কিং, ৮ চালককে জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১২ জুন ২০২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে আট কাভার্ডভ্যানচালককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ জুন) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে মানুষ যেন মহাসড়কে দুর্ভোগকে না পড়ে তাই সোনাইছড়ি ইউনিয়ন এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা পার্কিংগুলোতে দাঁড়িয়ে থাকা আটটি কাভার্ডভ্যানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে আলাউদ্দিন জাগো নিউজকে বলেন, যানজট নিরসন ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে সামগ্রিকভাবে সবাই সচেতন হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। ঈদকে সামনে রেখে যানজট মুক্ত পরিবেশে সকলের যাত্রা যেন স্বস্তিদায়ক হয় সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বার আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষের নেতৃত্বে একটি টিম সহযোগিতা করেন।

এম মাঈন উদ্দিন/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।