কক্সবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভে মানুষের ঢল
কক্সবাজারে সড়ক-মহাসড়কে নেমেছে মানুষের ঢল। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছে সাধারণ জনতা।
শনিবার (৩ আগস্ট) বিকেল ৩ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে কক্সবাজার শহরের কালুর দোকান, হলিডে মোড এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন কক্সবাজার বাস টার্মিনালে দীর্ঘ ২ ঘণ্টা কর্মসূচি পালন করেন।
পরে সেখান থেকে তারা শহরের প্রবেশদ্বার লিংক রোডে যান। সেখানে সন্ধ্যা পর্যন্ত তাদের কর্মসূচি চলে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সড়ক-মহাসড়কে অবস্থান নেয়। এতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেয় অভিভাবক ও সাধারণ মানুষ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, সাধারণ শিক্ষার্থীরা শহরের কালুর দোকান থেকে শুরু করে লিংক রোডে শান্তিপূর্ণ বিক্ষোভ করে।
সায়ীদ আলমগীর/জেডএইচ/এএসএম