১৮ কেজি ওজনের হরিণ গিলে খেলো অজগর


প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২৮ এপ্রিল ২০১৬

শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১৮ কেজি ওজনের একটি মাদি হরিণকে গিলে খেলো অজগর। বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়ার বনের কালাছড়ার চাউতলী বনবিটের ২ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।

অজগরের হরিণ গিলে খাওয়ার এ দৃশ্য দেখতে আশপাশের লোকালয় থেকে অনেকে ভিড় জমায় সেখানে।

ঘটনাস্থল পরিদর্শন করে মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক (ওয়াইল্ড লাইফ) মো. তবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটির আহার শেষ না হওয়া পর্যন্ত ছিলাম। ঘটনাটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি।

তিনি আরো জানান, প্রায়ই অজগর খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে যেতো। সে ঘটনা কমায় বলা যায় প্রাণিকূলের যে ইকো ব্যালেন্স তা ফিরছে। প্রায় তিন ঘণ্টায় ১৫ থেকে ২০ ফুট দৈর্ঘ্যের অজগরটি ১৬ থেকে ১৮ কেজি ওজনের একটি মাদি হরিণকে গিলে ফেলে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।