ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সুরুজ মিয়া


প্রকাশিত: ০৪:০০ এএম, ২৯ এপ্রিল ২০১৬

ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন ঝিনাইদহের শৈলকুপার ভাটই গ্রামের দরিদ্র যুবক সুরুজ মিয়া। তিনি সু-চিকিৎসার পাশাপাশি সঠিক বিচার চান।

ভুক্তভোগী সুরুজ মিয়া জানান, তিনি দীর্ঘদিন দাঁতের ব্যথায় ভুগছিলেন। চিকিৎসার জন্য ভাটই বাজারের `রাই মেডিকেল` এর গ্রাম্য হাতুড়ে ডাক্তার সুভাষের কাছে যান। ডাক্তার এন্টিবায়োটিক ক্যাপসুল ক্ল্যাভুসেফ (২৫০ এমজি) দিলেন । তারপর থেকে তিনি সদর হাসপাতালের বেডে শয্যাশায়ী।

তার স্ত্রী রুমা জানান, ক্যাপসুল খাওয়ার আধা ঘণ্টা পর পরই তার শরীরে যন্ত্রণা শুরু হয়। একদিন পর সুরুজ মিয়ার শরীরের বিভিন্ন স্থানে কালো চাঁকা চাঁকা ও ফোঁসকা হতে শুরু করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মোকাররম হোসেন বলেছেন, ভুল চিকিৎসা ও এন্টিবায়োটিক সেবনের ফলে এমনটি হয়েছে।

আহমেদ নাসিম আনসারী/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।