ঝিনাইদহে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
ঝিনাইদহে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন। রোববার সকালে সদর উপজেলার বড়কামারকুন্ডু গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাতে সাইদুল ও ইকবাল হোসেন দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। আর এরই জের ধরে রোববার সকালে দুই পক্ষের লোকজন লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের অন্তত আটজন আহত হন।
পরে গ্রামবাসী আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহমেদ নাসিম আনসারী/এআরএ/এমএস