হরিণাকুণ্ডুর সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ : আতঙ্কে ভোটাররা


প্রকাশিত: ০৩:৫৯ এএম, ০২ মে ২০১৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণায় সরগরম ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সাতটি ইউনিয়ন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। তবে ভোটের উৎসবের সঙ্গে যোগ হয়েছে আতঙ্কও। এলাকার ৬৯টি ভোট কেন্দ্রের সবগুলোকেই ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

জানা যায়, আগামী ৭ মে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সাতটি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৬৯টি ভোট কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ এবং ২৮টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। ফলে  সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ভোটাররা বলছেন, সবগুলো ভোট কেন্দ্রই ঝুঁকিপূণ। এতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে প্রতীক দেখে নয়, সৎ ও যোগ্য প্রার্থী বেছে দেবেন তারা।

উপজেলা রিটারর্নিং কর্মকর্তা বিকাশ চন্দ্র নন্দী জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৭ জন, সদস্য পদে ২১৬ জন এবং নারী ইউপি সদস্য পদে ৬১ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ১ লাখ ৮ হাজার ৯৯৬ জন ভোটারের মধ্যে ৫৪ হাজার ৩৬০ জন মহিলা এবং ৫৪ হাজার ৬৩৬ জন পুরুষ ভোটার রয়েছেন।

আহমেদ নাসিম আনসারী/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।